ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ

ধ্বংসযজ্ঞে দোষী ও মদদদাতাদের দ্রুত চিহ্নিত করার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২৭ জুলাই ২০২৪  
ধ্বংসযজ্ঞে দোষী ও মদদদাতাদের দ্রুত চিহ্নিত করার দাবি

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সরকারি-বেসরকারি স্থাপনা ধ্বংসযজ্ঞে দোষী ব্যক্তি ও মদদদাতা তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ।

শনিবার (২৭ জুলাই) রাজধানীর তোপখানা রোডে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয় এক জরুরি সভায় এ দাবি জানানো হয়েছে।

অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ পিন্টু, গোলাম মুত্তর্জা চৌধুরী, মো. শাহজাহান কবীর বীর প্রতীক, রুহুল আমিন মজুমদার, মিয়া মো. জাহাঙ্গীর আলম, এস এম শহিদুল্লাহ, মো. ইউনুস চৌধুরী, লুৎফর রহমান, মো. তাহের হোসেন রুস্তম, আবুল কাশেম চৌধুরী, বিমল চন্দ্র দাস, মো. নজরুল ইসলাম, কাজী আব্দুল মকিম সন্টু, লেনিন, খান ছিদ্দিকুর জামান, মোশারফ হোসেন ও অনিল বরণ রায়।

সভার পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতবৃন্দ বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে ৭১-এর পরাজিত শক্তি বিএনপি-জামায়াত সন্ত্রাসী গোষ্ঠী সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংসের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে দোষী ব্যক্তি ও মদদ দাতাদের দ্রুত চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশব্যাপী নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত নিহত ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সাহায্য-সহযোগিতা করার দাবি জানান তারা।

সভায় আরও আলোচনা করা হয় যে, দেশের আত্মস্বীকৃত খুনি রাজাকারদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

পারভেজ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়