ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:০৪, ৪ আগস্ট ২০২৪
মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

ছবি: রাইজিংবিডি

সারাদেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি কাভারেজ রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দুপুর ১টার দিকে জানিয়েছেন, তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

একটি মোবাইল অপারেটরের সূত্র জানিয়েছে, সারাদেশে ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশনা তারা পেয়েছেন। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল রয়েছে। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২ কোটি। 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এরপর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে চালু করা হয়। এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। এ সময় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ছাড়াও টিকটক বন্ধ ছিল। গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে বাংলাদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালু হয়।

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়