গুলিবিদ্ধ অর্ধশতাধিক ঢামেক হাসপাতালে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে অসহযোগের প্রথমদিন।
রোববার (৪ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা পাল্টা হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধশতাধিক গুলিবিদ্ধকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আহতরা মাথা, পা, হাত, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে ঢামেক সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকার পরিবর্তনের এক দফা দাবির অসহযোগের প্রথম দিনে দেশের বিভিন্ন জেলায় অন্তত ৪৮ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।
মাকসুদ/তারা