ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:২০, ৫ আগস্ট ২০২৪
অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ 

ফাইল ছবি

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও দেশে কারফিউ জারি করায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (৪ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক  বার্তায় নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কারফিউ জারির পর গত ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। ১৩ দিন পর গত ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলছিল। 

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়