ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিল্লিতে শেখ হাসিনা, যাবেন লন্ডনে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:০৫, ২১ নভেম্বর ২০২৪
দিল্লিতে শেখ হাসিনা, যাবেন লন্ডনে

শেখ হাসিনা ও শেখ রেহানা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভে জানানো হয়েছে। লাইভে বলা হয়েছে, নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে বহনকারী বিমান। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাদেরকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তারা।

এদিকে, শেখ হাসিনা ইংল্যান্ডের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে একটি সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে। গণমাধ্যমটির লাইভে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে থাকা শেখ রেহানা ইংল্যান্ডের নাগরিক। তাই, তার রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই।

 

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়