ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ দ্রুত সম্ভব সাংবিধানিক নিয়মে ফিরে আসার প্রত্যাশা রাশিয়ার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:০৫, ৬ আগস্ট ২০২৪
বাংলাদেশ দ্রুত সম্ভব সাংবিধানিক নিয়মে ফিরে আসার প্রত্যাশা রাশিয়ার

অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ দ্রুত সম্ভব সাংবিধানিক নিয়মে ফিরবে বলে প্রত্যাশা করছে রাশিয়া। রাশিয়ান মন্ত্রণালয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মঙ্গলবার (৬ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকার দূতাবাস এক বিবৃতিতে জানায়, জুলাইয়ের সরকারবিরোধী ছাত্র বিক্ষোভের ঘটনায় নিহত দায়ীদের বিচারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীসভা পদত্যাগের খবর বাংলাদেশি গণমাধ্যম জানিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভে রাশিয়ার কোনো নাগরিক আহত হয়নি। বাংলাদেশে যেকোনো পরিবর্তন হলেও মস্কো যে ভিত্তির ওপর কাজ করে সেটা হলো, তা দেশের অভ্যন্তরীণ বিষয়। যাই হোক, আমরা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আশা করি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ যেন যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক নিয়মে ফিরে আসে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।

ঢাকা/হাসান/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়