ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নেবেন মঙ্গলবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১২ আগস্ট ২০২৪  
উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নেবেন মঙ্গলবার

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মঙ্গলবার শপথ নেবেন ফারুক-ই-আজম, বীরপ্রতীক। এদিন সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবন প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা শপথ নেন। পরে রোববার আরও দুই উপদেষ্টা শপথ নেন। 

তবে, যুক্তরাষ্ট্রে থাকায় শপথ নিতে পারেনি বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম। রোববার রাতে তিনি দেশে ফিরেছেন। 

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়