মশক নিয়ন্ত্রণে দৈনন্দিন কার্যক্রম গণমাধ্যমকে জানানোর নির্দেশ
মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিচালিত দৈনন্দিন কার্যক্রমের তথ্যাদি সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রতিদিনই গণমাধ্যমকে অবহিত করার পাশাপাশি তা ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ড. মহ. শের আলী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম অংশ নেন।
স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের নির্দেশনায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সমন্বিতভাবে চলবে বলে জানিয়েছেন মহ. শের আলী।
ডিএসসিসি’র প্রশাসক বলেছেন, সম্প্রতি সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। মৃত্যুর হারও বেড়েছে। ফলে, গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশও বেড়েছে। যদিও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমরা যথাযথ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করছি। তারপরও নানা কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম যথাযথভাবে গণমাধ্যমে প্রতিফলিত হচ্ছে না৷ অনাকাঙ্ক্ষিতভাবে যেসব রোগী মারা যাচ্ছেন, তাদের মধ্যে অনেকই ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বাসিন্দা নন। তবু, সকল রোগীর আবাসস্থলকে কেন্দ্র করে বিশেষ চিরুনি অভিযান পরিচালনার মাধ্যমে আমরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে চলেছি। তাই, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, বিশেষ করে বর্তমান সময়ে পরিচালিত এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমাদের সামষ্টিক কার্যক্রম সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রতিদিনই গণমাধ্যমকে অবহিত করতে হবে। একইসাথে তা আমাদের ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, যেসব এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বেশি, সেসব এলাকায় আগামী রোববার থেকে আমাদের স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে আমরা ডেঙ্গু রোগের বিস্তার কমিয়ে আনতে সক্ষম হবো।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সব সময়ই সমন্বিতভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এ ধারা অব্যাহত থাকবে। এছাড়া, স্থানীয় সরকার উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে পারস্পরিক সহযোগিতার স্মারক হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন মশক নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে কিছু চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ওষুধ নোভালিউরন সরবরাহ করবে।
সভায় অন্যান্যের মধ্যে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, সিস্টেম অ্যানালিস্ট মো. আবু তৈয়ব রোকন এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসাদ/রফিক