ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিতুমীর কলেজ

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাইয়ে এক সপ্তাহে কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৪২, ২০ নভেম্বর ২০২৪
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাইয়ে এক সপ্তাহে কমিটি গঠন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে এক সপ্তাহের মধ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। কমিটি কলেজটির বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া নিয়ে সব ধরনের তথ্য ও তত্ত্ব যাচাই-বাছাই করবে এবং দ্রুত প্রতিবেদন জমা দেবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। আমরা চাই যে, কমিটি যথাযথভাবে গবেষণা ও পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দিক, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

শিক্ষার্থীদের দাবি মতে, ঢাকা উত্তর অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধা বৃদ্ধি পাবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।

ঢাকা/হাসান/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়