ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ বেশকিছু সুপারিশ সংস্কার কমিশনের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫৩, ২৩ নভেম্বর ২০২৪
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ বেশকিছু সুপারিশ সংস্কার কমিশনের

নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, ‘না’ ভোট ফিরিয়ে আনাসহ বেশকিছু সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

আরো পড়ুন:

বদিউল আলম মজুমদার বলেছেন, ‘‘রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি করার কথা আলোচনা হয়েছে। সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ। স্থানীয় সরকার সরকার নির্বাচন নির্দলীয় করার কথা হয়েছে, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়।’’

তিনি বলেন, ‘‘রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে। প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে। সংস্কার কমিশনও এ নিয়ে ভাবছে, বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যাপারে। কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন, সে বিষয়েও বলেছেন তারা। ‘না’ ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন, সে বিষয়েও আলোচনা হয়েছে।’’

বৈঠকে কমিশনের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত হবে না। সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে।’’

এ সময় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত দেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়