ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২১তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৯ ডিসেম্বর ২০২৪  
২১তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কমিটি

ড. মোহাম্মদ আমজাদ হোসেন ও আব্দুস সোবহান

বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেনকে সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় এস্টেট কর্মকর্তা আব্দুস সোবহানকে সাধারণ সম্পাদক করে ২১তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর (২০২৫-২৬) দায়িত্ব পালন করবে।

গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত ফোরামের এক সভায় এ কমিটি গঠিত হয় বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দিলারা বেগম, আব্দুল্লাহ হাক্কানী ও রেজাই রাফিন সরকার।

সহ-সাধারণ সম্পাদক এ কে এম শওকত আলম মজুমদার ও এ টি এম মাহবুব-উল-করিম। সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান ও ফারহানা হায়াত। কোষাধ্যক্ষ মেহেদী-উল-সহিদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক রাজিবুল ইসলাম, প্রকাশনা সম্পাদক তৌফিক আল মাহমুদ এবং প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন লিয়াকত আলী, লুৎফুন নাহার, ডি এম আতিকুর রহমান, মাহমুদুর রহমান, আব্দুল কাদের শেখ, আব্দুর রউফ তালুকদার, কংকন চাক্‌মা ও মাহফুজার রহমান।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়