ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘‘অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:০৫, ২৬ ডিসেম্বর ২০২৪
‘‘অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’’

অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন: ‘‘ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ।’’ 

‘‘আজকে আমলা আগামীকাল অন্য কেউ।’’ পোস্টের শেষ বাক্যে ইঙ্গিতপূর্ণ এ বাক্য লিখেছেন তিনি। 

উল্লেখ্য দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এ পোস্ট দেন।   

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের কর্মী মো. সোহানুর জামান নয়ন (২৪) মারা যান। 

এখন পর্যন্ত আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। কমিটির সদস্য ৫ থেকে ১১ জন হতে পারে বলেও জানান তিনি। 

তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়