ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকরিতে আবেদন ফি ৫০-২০০ টাকা করে প্রজ্ঞাপন জারি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ৩০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:১৫, ৩০ ডিসেম্বর ২০২৪
চাকরিতে আবেদন ফি ৫০-২০০ টাকা করে প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় নতুন আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এক্ষেত্রে নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের জন্য সর্বোচ্চ ২০০ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখার সিনিয়র সহকারী সচিব আছিয়া খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন করপোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ ‘পরীক্ষা ফি’ শর্তসাপেক্ষে নিম্নরূপভাবে নির্দেশক্রমে পুনঃনির্ধারণ করা হল।

এখন থেকে নবম গ্রেড বা তদূর্ধ্ব (নন-ক্যাডার) পদে ২০০ টাকা, ১০ গ্রেডে ২০০ টাকা, ১১ ও ১২ তম গ্রেডে ১৫০ টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডে ১০০ টাকা, ১৭ থেকে ২০তম গ্রেডে ৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য চাকরি নিয়োগ পরীক্ষায় ৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

তবে এক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। এগুলো হল—

ক. টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও অনলাইনে আবেদন ও ‘পরীক্ষা ফি’ গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে ‘পরীক্ষা ফি’ বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের ১৫ শতাংশ ভ্যাট হিসাবে আদায় করা যাবে।

উদাহরণস্বরূপ: ১৩-১৬ গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ১০০ টাকার সর্বোচ্চ ১০ শতাংশ অর্থাৎ ১০ টাকা পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে এবং উক্ত ১০ টাকার ১৫ শতাংশ অর্থাৎ ১ টাকা ৫০ পয়সা ভ্যাট হিসাবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে ১০০+১০+১.৫-১১২ টাকা;

খ. টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ‘পরীক্ষা ফি’ বাবদ অর্থ গ্রহণের পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে;

গ. অনলাইন আবেদন গ্রহণ না করা হলে ‘পরীক্ষা ফি’ বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে অর্ডারে এ অর্থ গ্রহণ করতে পারবে;

ঘ. ‘পরীক্ষা ফি’ বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং ৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬ এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে;

এ ছাড়া, কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) ‘পরীক্ষা ফি’ জমা করতে চাইলে ‘১- প্রাতিষ্ঠানিক কোড (চার অংক বিশিষ্ট)- পরিচালনা কোড (চার অংক বিশিষ্ট)-অর্থনৈতিক কোড (২০৩১)’ এ জমা করতে হবে।

একইসঙ্গে এ প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থ বিভাগের ২০২৩ সালের ১৭ আগস্ট জারি করা ০৭,০০,০০০০,১৭২,৩৭,০০৩,১৪-২৩৫ (১) নং প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

ঢাকা/হাসনাত/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়