ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সঞ্চয়পত্র ক্রয়ের শর্ত শিথিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:২৪, ৭ জানুয়ারি ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সঞ্চয়পত্র ক্রয়ের শর্ত শিথিল

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদরা রাষ্ট্রিয় সহায়তা বাবদ পাওয়া অর্থের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করলে তাদের আয়কর রিটার্ন দিতে হবে না। একই সঙ্গে বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করা হয়েছে।

সঞ্চয়পত্র ক্রয়ের শর্ত শিথিল করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সোমবার (৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যগণ কর্তৃক রাষ্ট্রিয় সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড ৫ জানুয়ারি একটি বিশেষ আদেশ জারি করেছে।

অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পুরুষ সদস্যগণ যদি পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সেক্ষেত্রে একজন পুরুষ কর্তৃক পারিবারিক সঞ্চয়পত্রের ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করে সোমবার (৬ জানুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই প্রজ্ঞাপন দুটি জারি করার ফলে জুলাই গণভ্যুত্থানের শহীদ পরিবারের নারী পুরুষ নির্বিশেষে যে কোন বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থের মাধ্যমে পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।

উল্লেখ্য যে, বিদ্যমান বিধান অনুযায়ী যে কোন বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষগণ ব্যতীত অন্য বয়সের পুরুষরা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন না। তাই শহীদ পরিবারের পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করলো।

ঢাকা/এনএফ/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়