ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১৫ জানুয়ারি ২০২৫  
ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং করেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন চীন সফর উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার গুরুত্বই সমান, জানিয়ে উপদেষ্টা বলেন, “প্রত্যেকের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে।” 

সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, “এমন ঘটনা এর আগেও ঘটেছে। প্রতিবার এ বিষয়ে আলোচনা হয়েছে। ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু তা অবশ্যই আলোচনার মাধ্যমে হতে হবে।”

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়