ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবেশ অধিদপ্তরের অভিযান 

১০ মোবাইল কোর্টে সাড়ে ৩৮ লাখ টাকা জরিমানা আদায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:১৩, ১৬ জানুয়ারি ২০২৫
১০ মোবাইল কোর্টে সাড়ে ৩৮ লাখ টাকা জরিমানা আদায়

পরিবেশ অধিদপ্তরের অভিযান 

নিষিদ্ধ পলিথিন, জলাশয় ভরাট এবং শব্দ দূষণের বিরুদ্ধে দেশব্যাপী ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসব অভিযানে ২৬টি মামলা রুজু ও ৩৮,৪৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর এসব অভিযান চালায়।

বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে রংপুর, বান্দরবান, ঝিনাইদহ ও ঢাকা জেলার আমিন বাজারে পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে ৩৮,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ৫টি ভাটার কাঁচা ইট ধ্বংস, ১টি ইটভাটা উচ্ছেদ এবং ৩টি কিলন ভেঙে ফেলা হয়।

নগর বায়ুদূষণের বিরুদ্ধে ঢাকার কাজীপাড়ায় ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১টি মামলায় ৫,০০০ টাকা জরিমানা আদায়  এবং ৪টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মাগুরা ও চুয়াডাঙ্গায় ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৭টি মামলায় ৯,০০০ টাকা জরিমানা আদায় ও ১১৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

জলাশয় ভরাটের বিরুদ্ধে ফেনী জেলায় পুকুর ভরাট বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১টি মামলায় ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পুকুরটি পুনরুদ্ধারের নির্দেশনা দেওয়া হয়।

শব্দদূষণের বিরুদ্ধে ঢাকার শাহবাগ এলাকায় শব্দ দূষণ বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪টি যানবাহনকে ৪,৫০০ টাকা জরিমানা ও চালকদের সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/এএএম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়