ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার মেট্রিক টন চাল 

জ্যেষ্ঠ প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫২, ২৯ জানুয়ারি ২০২৫
ভারত ও মিয়ানমার থেকে এলো ৩৭ হাজার মেট্রিক টন চাল 

চট্টগ্রাম বন্দরে এমভি বিএমসি প্যানডোরা

ভারত ও মিয়ানমার থেকে ৩৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। 

বুধবার (২৯ জানুয়ারি) এমভি এটিএন ভিক্টরি ও এমভি বিএমসি প্যানডোরা নামের চালবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও খাদ্য অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বাল্ক ক্যারিয়ার জাহাজ এমভি বিএমসি প্যানডোরা। মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এমভি এটিএন ভিক্টরি নামের অপর একটি জাহাজ। জাহাজগুলো থেকে চাল খালাসের প্রক্রিয়া চলছে। 

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম জানিয়েছেন, জি-টু-জি চুক্তির ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে।  উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল। 

ঢাকা/এএএম/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়