ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিয়াদে আসিফ নজরুল

কর্মসংস্থান ও শ্রম সম্পর্ক উন্নয়নে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৪, ২৯ জানুয়ারি ২০২৫
কর্মসংস্থান ও শ্রম সম্পর্ক উন্নয়নে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করছে বাংলাদেশ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে (জিএলএমসি) যুব কর্মসংস্থান উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রম সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

মন্ত্রিপর্যায়ের গোলটেবিল বৈঠকে ড. আসিফ নজরুল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) সাফল্য তুলে ধরেন, যার মাধ্যমে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে ২ লাখের বেশি যুবক প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৭০ শতাংশ যুবকের মাত্র ছয় মাসের মধ্যে কর্মসংস্থান হয়েছে, যা শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যকারিতা প্রমাণ করে।

বুধবার (২৯ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আসিফ নজরুল বলেছেন, “আমাদের লক্ষ্য শুধু চাকরিপ্রার্থী তৈরি করা নয়, বরং আমাদের যুবসমাজকে দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করা।”

তিনি ডিজিটাল জব-ম্যাচিং প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মসংস্থান এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন ফ্রিল্যান্সার সরবরাহকারী হিসেবে বাংলাদেশের ৫০০ মিলিয়নের বেশি মার্কিন ডলার আয়ের কথা উল্লেখ করেন।

বাংলাদেশের টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ড. আসিফ নজরুল। তিনি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরো গভীর করার আশা ব্যক্ত করেছেন।

বুধবার সৌদি আরবে ১০০টির বেশি দেশের নীতিনির্ধারক, শিল্পনেতৃবৃন্দ, গবেষক, উদ্ভাবক এবং শ্রম বিশেষজ্ঞরা জিএলএমসির দ্বিতীয় সংস্করণে একত্রিত হন। এ সম্মেলন শ্রমবাজারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ এবং মূল চ্যালেঞ্জ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

সৌদি মানবসম্পদমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে বলেছেন, “প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে জিএলএমসি শ্রম খাতের ভবিষ্যৎ নির্ধারণে নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবারের আলোচনায় বৈশ্বিক বাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো বিশ্লেষণ করা হচ্ছে, যা শ্রমশক্তির গতিশীলতা ও উদ্ভাবনী সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ তৈরি করছে।”

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়