ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরস্বতী পূজা আজ

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫
সরস্বতী পূজা আজ

বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। এটি বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয়  উৎসব।  ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে আজ মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ।

শাস্ত্রমতে, মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে এই দেবীর পূজা করা হয়। সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।

বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। 

সনাতন ধর্মালম্বিদের মতে, দেবী সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা উৎসবের প্রস্তুতি শেষ হয়েছে। রোকেয়া হল. ফজিলাতন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলেও অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। 

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনেও সরস্বতী পূজার আয়োজন করেছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ৩৭টি মণ্ডপে পূজা হবে। 

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, দুটি ইনস্টিটিউট, ফজিলাতুন্নেসা মুজিব হল এবং চারুকলা অনুষদের তিনটি বিভাগের সমন্বিত উদ্যোগে পূজা হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, পুরান ঢাকার বাণী ভবন, বুয়েটসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগেও এ পূজা পালন করা হবে।

ঢাকা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়