ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৬ ফেব্রুয়ারি ২০২৫  
জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের শাহবাগ অবরোধ

জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার পর থেকে তারা সেখানে জড়ো হতে শুরু করেন।

শাহবাগ জোনের ট্র্যাফিক সহকারী কমিশনার শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।

শহীদ পরিবারের ৫ দফা দাবি হলো
১.প্রতিটা হত্যার বিচারের লক্ষ্যে ১০ দিনের মধ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।
২.শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া।
৩.শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা।
৪.শহীদ পরিবারের ন্যায্য সম্মানী শহীদ পরিবারের সাথে আলোচনা করে দেওয়া।
৫. শহীদ পরিবারের মাসিক সম্মানীর ব্যবস্থা দ্রুত করা।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়