ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উপদেষ্টার সঙ্গে বসার সিদ্ধান্ত, সড়ক ছাড়লেন সাবেক বিডিআর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫  
উপদেষ্টার সঙ্গে বসার সিদ্ধান্ত, সড়ক ছাড়লেন সাবেক বিডিআর সদস্যরা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সোমবার (১৭ ফেব্রুয়ারি) আলোচনার সিদ্ধান্ত হওয়ায় সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবার। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সড়ক ছেড়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে হাঁটা ধরেন।

এর আগে ছাত্র প্রতিনিধি মাহিন সরকার সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের উদ্দেশ্যে বলেন, ‘‘আট সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে তিনি বিডিআর কল্যাণ পরিষদের প্রতি সহানুভূতিশীল। সংশ্লিষ্ট কমিশনের কাছে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য বিডিআর কল্যাণ পরিষদের দাবিগুলো পাঠানো হবে। যদি কমিশনের এখতিয়ার বহির্ভূত হয় সে ক্ষেত্রে নতুন করে কমিটি করে হলেও ইতিবাচক সিদ্ধান্তে আসবেন তারা।’’
 
মাহিন সরকার আরো বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করাও বিডিআর কল্যাণ পরিষদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। তাই জনদুর্ভোগের কথা বিবেচনা করে সচিবালয়ের সামনের সড়ক ছেড়ে সবাইকে শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’’
 
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত চলমান রাখেন তৎকালীন বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে আগানোর চেষ্টা করেন তারা। এ সময় জলকামান নিক্ষেপ করে পুলিশ।
 
এক পর্যায়ে কাঁটাতারের বেড়া ভেঙে সামনের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। সচিবালয়ের সামনে এলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে রাস্তায় বসে পড়েন জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। প্রতীকী কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন অনেকে।
 
সাবেক বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা জানান, তৎকালীন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা, জেলবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করাসহ আট দফা দাবি তাদের।

ঢাকা/সুকান্ত/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়