অর্থ সচিবের আশ্বাস
দাবি বাস্তবায়নে ‘সচিবালয় সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদে’র চিঠি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

নতুন পে-কমিশন গঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে বেতনের সাথে ইনক্রিমেন্টসহ কর্মকর্তা-কর্মচারীদের দাবি দাওয়া দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে নয় দফা দাবি নিয়ে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা দেখা করতে গেলে এ আশ্বাস দেন তিনি।
এর আগে সচিবালয়ে কর্মচারীদের নয় দফা সম্বলিত লিখিত আবেদন সচিবের হাতে তুলে দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ।
এ সময় তারা নয় দফা দাবি নিয়ে সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেন এবং তার জরুরি হস্তক্ষেপ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
লিখিত আবেদনে বলা হয়, নতুন পে-কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে বেতনের সাথে কমপক্ষে ৫টি ইনক্রিমেন্ট দিয়ে জিও জারি করতে হবে।
বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার ন্যায় (উদাহরণ স্বরূপ দুদকের ন্যায়) রেশন ব্যবস্থা বাস্তবায়নসহ ৩০ শতাংশ হারে সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি, ২০১৫ সালের পে-কমিশনের সুপারিশ অনুযায়ী যথা সময়ে পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে পূর্বের ন্যায় টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহাল এবং বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের জন্য দুটি উচ্চতর গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় পুনর্বহাল করাসহ বর্তমানে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্মদিবসে তিনশ টাকা হারে টিফিন ভাতার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের কথা মনযোগ দিয়ে শুনেন। দাবির যৌক্তিকতা অনুধাবন করে যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় পরিষদের নেতা বেলাল হোসেন, মিজানুর রহমান, সোহরাব হোসেন, আশরাফুল ইসলাম, রহমাতুল্লাহ বাবু, আব্দুল হামিদ, নুরুজ্জামান, কামরুল ইসলাম, মো. আরিফ, মো. ইসমাইল উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি