ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

১০ মার্চের মধ্যে ভূমিসেবার সমস্যা শেষ করা হবে: ভূমি উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
১০ মার্চের মধ্যে ভূমিসেবার সমস্যা শেষ করা হবে: ভূমি উপদেষ্টা

ই-নামজারি, খাজনা, খতিয়ান তোলাসহ ভূমিসেবায় সমস্যা হচ্ছে স্বীকার করে আগামী ১০ মার্চের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আলী মজুমদার বলেন, সনাতনী ওইসব সেবা থেকে এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি, এই ট্রানজেকশনটার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। ক্রমান্বয়ে মানুষের এসব অসুবিধা দূর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা চান, ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে আসুক।

‘‘মার্চের মধ্যেই সারা দেশে ই-নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর ও খতিয়ানের মতো অনলাইন সেবাগুলো ‘ইউজার ফ্রেন্ডলি করা হবে। আমাদের লক্ষ্য আগামী ১০ মার্চের মধ্যে এটা করে ফেলবো। আশা করছি, তার আগেই মানুষ সেবাগুলো ভালোভাবে ব্যবহার করতে পারব’’- জানান তিনি।  

উপদেষ্টা জানান, ‘‘এখন ই-নামজারি করা যাচ্ছে। জানুয়ারি পর্যন্ত একটু সমস্যা থাকলেও ফেব্রুয়ারিতে এসে সেটা নেই। ক্রমান্বয়ে এই সমস্যা আরও কমে আসবে। আমাদের কাছে প্রচুর লোক আবেদন করেছে।’’

‘‘আমরা যখন ডিজিটাল মাধ্যমে যাই তখন সারা দেশে সাড়ে ৪ লাখের মতো আবেদন পেন্ডিং ছিল। সেটা এখন কমে এসেছে। দিন দিন এটা আরো কমে যাবে। তখন মানুষের হয়রানিও কমে যাবে’’, বলেন তিনি।

উপদেষ্টা জানান, ‘‘শিগগির আরো নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব খাতে প্রশিক্ষিত জনবল ও কোম্পানিগুলোর সহায়তা পেতে শুরু করেছি। আশা করছি, সেদিন বেশি দূরে না যে সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালের আওতায় আসবে। বর্তমানে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করছে।’’

১০ মার্চের আগে কি পেন্ডিং আবেদনগুলো শেষ হয়ে যাবে- এমন প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, ‘‘এটা একটা চলমান প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া চলমান আছে, প্রতিনিয়ত আবেদন পড়ছে। আগেরগুলো শেষ হয়ে যাবে, এর মধ্যে নতুন আবেদন আসবে। বিষয়টা হচ্ছে, সিস্টেমটা ব্যবহার উপযোগী হবে কি না, আশা করছি সেটা ১০ মার্চের আগেই হয়ে যাবে।’’

এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সলেহ আহমেদ, খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়