ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:২৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫
শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি নিবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র অঅন্দোলন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল ও মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনটি।

আরো পড়ুন:

শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, “আমাদের মায়ের ভাষায় কথা বলতে দেওয়া হয়নি। সেজন্য আমাদের বায়ান্নতে সংগ্রাম করতে হয়েছে।”

তিনি আরো বলেন, “চব্বিশেও আমাদের সাংস্কৃতিক পরিচয়, রাজনৈতিক এক্সপ্রেশন, যেভাবে আমরা আমাদের জীবনকে সাজাতে চেয়েছি সেটাকে স্বৈরাচার দমন করে রেখেছিল। তার বিরুদ্ধে আমরা ভাষা খুঁজে নিয়েছি। চব্বিশে যে স্লোগানগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো আমাদের ভাষার প্রতিফলন করে। যা আমাদের বায়ান্নর সঙ্গে যুক্ত করে।”

এর আগে, রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাত ১২টা ১৩ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়