ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালের টেকসই উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫  
খালের টেকসই উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক 

বুধবার নগর ভবনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার খালগুলো পুনরায় খনন, পানিদূষণ রোধ ও টেকসই উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করা হয়।

স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার খালগুলোর উন্নয়ন, পানিদূষণ রোধে ময়লা অপসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা হবে। 

ডিএনসিসির প্রশাসক বলেন, ‍“আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বিতভাবে খালের উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্বব্যাংকের সহায়তা ঢাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন এবং পানিদূষণ রোধ করে পরিবেশবান্ধব শহর গড়তে ব্যাপক ভূমিকা রাখবে।”

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির সিনিয়র ওয়াটার স্পেশালিস্ট অ্যান্ড টাস্ক টিম লিডার হার্শ গোয়েল, লিড ওয়াটার স্পেশালিস্ট ডেভিড ম্যালকম লর্ড, সিনিয়র ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন স্পেশালিস্ট আরিফ আহমেদ।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদ প্রমুখ।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়