পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতের মন্তব্য অযাচিত
কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশটি বেশকিছু মন্তব্য করে। বাংলাদেশ মনে করে দেশটির এসব মন্তব্য অযাচিত এবং আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন মন্তব্য ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব কথা বলেন।
গত ৭ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। সেখানে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরে গণতন্ত্রের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি। কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয় প্রত্যাশা প্রকাশ করে।”
ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে মুখপাত্র বলেন, “বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
বাংলাদেশ বিরোধী ভারতীয় অপপ্রচার বন্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, “ভারতীয় অপ্রচার যা আমরা দেখছি তার বেশিরভাগ বেসরকারি পর্যায়ের। বিভিন্ন মিডিয়া হাউস তাদের নিজেদের মতো করে অপপ্রচার চালাচ্ছে।”
এ ধরনের অপ্রচার সঠিকভাবে মোকাবিলা করা খুব একটা সহজ ব্যাপার না। কিন্তু এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনার মধ্যে রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/হাসান/রাসেল