ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিয়েতনাম থেকে এল ১২ হাজার ৫০০ মেট্রিক টন চাল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:২২, ১৯ এপ্রিল ২০২৫
ভিয়েতনাম থেকে এল ১২ হাজার ৫০০ মেট্রিক টন চাল 

সরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা ১২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে পৌঁছেছে। 

শনিবার (১৯ এপ্রিল) এসব চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বলে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে সরকারিভাবে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭০০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়