ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২৭ এপ্রিল ২০২৫  
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর চীন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বিনিয়োগের বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে চীনের ‘স্পঞ্জ সিটি' মডেলের আদলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কারিগরি ও আর্থিক সহায়তার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, “নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য অন্তর্ভুক্তিমূলক নগর আবাসন সমাধানের জন্য আমরা কমিউনিটিভিত্তিক আবাসনে চীনের কারিগরি ও আর্থিক উভয় ক্ষেত্রেই সহায়তা প্রত্যাশা করি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রযুক্তি বিশ্বে বিখ্যাত। ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে আমরা কার্যক্রম এগিয়ে নিতে চাই।”

তিনি বলেন, “ডিএনসিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চীনের ই-গভর্নেন্স এবং নাগরিক স্বচ্ছতা টুলস ব্যবহারে আগ্রহী। এছাড়াও ঢাকার নদী পুনরুদ্ধারে চীনের সহযোগিতা প্রত্যাশা করি।”

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়