ইশরাক হোসেনকে মেয়র হিসেবে পেতে ‘সচিবালয় অভিমুখে লং মার্চ’

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘সচিবালয় অভিমুখে লং মার্চ' করছেন তার সমর্থকরা।
শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তারা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।
এর আগে আজ সকাল নয়টার দিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। বিক্ষোভকারীরা ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “ইশরাক হোসেন ওই সময় বেশি ভোট পেয়েছিলেন, কিন্তু তখন ভোট চোর হাসিনা ও তাপস কারচুপি করে তাপসকে মেয়র বানিয়েছিল। এখন আদালত ন্যায্য রায় দিয়েছে তবুও কেন এত টালবাহানা বুঝি না। আমাদের দাবি দ্রুত ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে হোক।”
হাসিব শিকদার নামে আরেক বিক্ষোভকারী বলেন, “আদালত ইশরাককে মেয়র ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন গেজেট দিয়েছে। তারপরও এখন তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বর্তমান সরকার আদালতের রায় ঠিকমতো পালন করছে কিনা সেটা একটা বিষয়। যদি তারা আদালতে রায় মেনে চলত তাহলে আমাদের রাস্তায় নামতে হতো না। ইশরাক হোসেনকে আরো আগে মেয়র হিসেবে দেখতাম।”
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
এখন পর্যন্ত শপথের ব্যবস্থা করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাই থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
ঢাকা/রায়হান/ইভা