ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকাস্থ বগুড়া ইউনিয়নবাসীর পরিচিতি ও মতবিনিময় সভা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৭ মে ২০২৫  
ঢাকাস্থ বগুড়া ইউনিয়নবাসীর পরিচিতি ও মতবিনিময় সভা 

সামাজিক সংগঠন ‘শিকড়ের সন্ধানে’-এর উদ্যোগে ঢাকাস্থ দশ নম্বর বগুড়া ইউনিয়নবাসীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীতে বৃহত্তর যশোর জেলা সমিতি অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ঝিনাইদহ জেলাভিত্তিক সামাজিক সংগঠনটি।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল আলম, সাবেক নির্বাচন কমিশনার ও জেলা দায়রা জজ ঢাকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী আতিকুর রহমান আতিক, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, সাবেক মহাব্যস্থাপক (এমটিম) শাহাজালাল সার কারখানা লিমটেড, সিলেট।

সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিষ্টার এ জেড এম নুরুল আমিন নিলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাদী লিপ্টন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন খান, ফিরোজ মৃধা, খন্দকার আতিকুজ্জামান শাহীন, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট কাজী শিপু, সোহেল খান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, ঢাকাস্থ দশ নম্বর বগুড়া ইউনিয়নবসীর প্রথম স্বপ্ন আজ পূরণ হলো। আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণে সংগঠনটি স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সম্প্রতি, খেলাধুলা, বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ২৭ শহীদকে শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়। এছাড়া সংগঠনের ব্যানারে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

এছাড়া অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আতিকুর রহমান আতিককে আহ্বায়ক ও খন্দকার আতিকুজ্জামান শাহীনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়