ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উপ‌দেষ্টার দুই পিও‌কে জিজ্ঞাসাবাদ

অ‌ভি‌যোগের স‌ঠিক তদন্ত চান এন‌সি‌পি নেতা গাজী তানভীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২১ মে ২০২৫   আপডেট: ১৯:৫২, ২১ মে ২০২৫
অ‌ভি‌যোগের স‌ঠিক তদন্ত চান এন‌সি‌পি নেতা গাজী তানভীর

দুর্নী‌তির অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে‌ এর স‌ঠিক তদন্ত দা‌বি ক‌রে‌ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সা‌বেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর।

বুধবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবা‌দিক‌দের তিনি একথা ব‌লেন।

সালাউদ্দিন তানভীর বলেন, ‘‘আমার বিরুদ্ধে অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। এ কারণে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হয়েছে। এ বিষয়ে যাথাযথ তদন্ত হওয়া উচিত।’’

তিনি বলেন, ‘‘গণমাধ্যমে এসেছে ১১০ কোটি টাকার কাগজে ৪০০ কোটি টাকা দুর্নীতি হয়- এটা হয় কীভাবে! কিছুদিন আগেও ২৫০ কোটি টাকার দুর্নীতির বিষয়টি এসেছে। যে কোনো অ্যাঙ্গেলে এর হিসাব খতিয়ে দেখা উচিত। এর সঠিক তদন্ত হওয়া উচিত। এছাড়া ৬৪ জেলায় ডিসি নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এরপরও যদি কারও বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে তাকে তো মহাশক্তিশালী হতে হবে।’’

এর আ‌গে তান‌ভীরকে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য গত ১৫ মে গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করে চিঠি দেয় দুদক। এর আগে ২১ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

চলতি বছরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্য নিয়ে দুর্নীতির অভিযোগে তার নাম উঠে আসে।

অন্যদিকে আজ স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও ডা. মাহমুদুল হাসান ও তুহিন ফারবীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুজ‌নেরই গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবা‌দের কথা ছিল, কিন্তু তারা আ‌সেন‌নি, সময়ও চান‌নি। প‌রে আজ বুধবার তারা দুদ‌কে হা‌জির হন।

দুই উপদেষ্টার পিও, এপিএসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে নানান দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন//

সর্বশেষ

পাঠকপ্রিয়