ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ৪ জুন ২০২৫   আপডেট: ২০:৫০, ৪ জুন ২০২৫
সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন ও আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার যাত্রীর ঢল নেমেছে।

বুধবার (৪ জুন) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আরো পড়ুন:

এ সময় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ভোলাগামী লঞ্চযাত্রী বনি আমিন তাহিনের সঙ্গে। তিনি বলেন, ‘‘লঞ্চে যাতায়াতে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। এছাড়া ভোলায় গাড়ি থেকে লঞ্চে যাতায়াত সহজ।’’

নোয়াখালীর হাতিয়াগামী যাত্রী মেহেদী হাসান বলেন, ‘‘লঞ্চের কেবিনে আরাম করে যাওয়া যায়। একদম বাসা-বাড়ির মতো। আর এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে বাড়তি ভাড়ার ভোগান্তিও নেই। খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছি।’’

তাসরিফ লঞ্চের টিকিট মাস্টার শফিকুল রাহমান বলেন, ‘‘আজ আশানুরূপ যাত্রী পেয়েছি। ঈদের আগের দিন পর্যন্ত যাত্রীর চাপ থাকবে আশা করছি। এবার বাড়তি কোনো ভাড়াও নেওয়া হচ্ছে না। নির্ধারিত সময়ে সব লঞ্চ ছেড়ে যাচ্ছে।’’

সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌ পুলিশ বুথে দায়িত্বরত সদস্যরা জানান, এবার নৌপথে ঈদযাত্রায় এখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। দেশের সব নিরাপত্তা সংস্থা যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে। এছাড়া, কেউ কোনো অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়