মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া রাজধানীর মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষদের সঙ্গে কথা বলেন।
শুক্রবার (৬ জুন) সকালে তিনি বাস টার্মিনাল পরিদর্শনে যান।
মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে বাসে উঠে যাত্রীদের বিভিন্ন অভিযোগ এবং তাদের ভোগান্তি হচ্ছে কিনা সে সম্পর্কে জানতে চান উপদেষ্টা। সবার ঈদযাত্রা মসৃণ ও সহজ করতে বাস চালক-হেলপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি বাস টার্মিনালে সিসিটিভি এবং নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সায়েদাবাদ বাস টার্মিনালে সিসিটিভি, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়ানোসহ সরকারের বেধে দেওয়া নিয়ম অনুযায়ী বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থাও গ্রহণ করেন। পরে আসিফ মাহমুদ শনির আখড়া গরুর হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাট ইজারাদার এবং গরুর ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করেন তিনি।
পরিদর্শনস্থলে স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মাসুদ