ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বায়তুল মোকাররমে ২য় জামাতে মুসলিম উম্মার শান্তি কামনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৭ জুন ২০২৫  
বায়তুল মোকাররমে ২য় জামাতে মুসলিম উম্মার শান্তি কামনা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৮টায় সেখানে দ্বিতীয় জামাতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে শত শত মানুষ অংশ নেন। সকাল সাড়ে ৮টার দিকে মোনাজাতে মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে জামাত শেষ হয়।

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. নাসির উল্লাহ।

আরো পড়ুন:

ঈদের নামাজ আদায়ের পর পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা।

এর আগে সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী। মুকাব্বির ছিলেন মসজিদের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

এদিন বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই মসজিদে মোট ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। এছাড়া, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়। যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে।

মুসল্লির ঢল
সকাল ৭টার প্রথম জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় নানান বয়সের ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে দল বেঁধে মসজিদে আসেন। ঈদের নামাজের পর একে অপরকে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময়ে করেন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জামাত ৯টায় ও চতুর্থ জামাত ১০টায় অনুষ্ঠিত হবে। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা বেলা পৌনে ১১টায়।

সকাল ৬টা থেকেই মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। প্রথম জামাত শুরুর আগে বায়তুল মোকাররম মসজিদের মূল প্রাঙ্গণ ও বারান্দা পূর্ণ হয়ে যায়। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার আগে মুসল্লিদের অনেককেই নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং তসবিহ পাঠ করতে দেখা গেছে।

ঈদ উপলক্ষে মসজিদ ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মসজিদে প্রবেশের প্রধান ফটকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

মিরপুর থেকে বায়তুল মোকাররমে নামাজ আদায় করতে আসা হাফিজুর রহমান বলেন, ‘‘প্রতি বছর আমি বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করতে চেষ্টা করি। এত মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ পড়া এক অন্যরকম অনুভূতি। অনেক বড় একটা আয়োজন। এত লোক একসঙ্গে নামাজ আদায় করতে পেরে ভালো লাগে।’’

তৃতীয় জামাত শুরু হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত শুরু সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আমির হোসেন।

পঞ্চম ও সর্বশেষ জামাত শুরু সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. রুহুল আমীন।

জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ৩ জুন সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার (৬ জুন) ওই দেশে কোরবানির ঈদ উদযাপন হয়। তার আগের দিন বৃহস্পতিবার (৫ জুন) হজ পালন করা হয়। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়।
 

ঢাকা/এনটি/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়