ঈদের দিনেই ডিএনসিসির শতভাগ বর্জ্য অপসারণ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঈদুল আজহার দিন শনিবারই (৭ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। শনিবার (৭ জুন) রাতে ঢাকা উত্তর নগর ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
বিএনসিসির প্রশাসক বলেন, “নগরবাসীর সহযোগিতা এবং আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস প্রচেষ্টায় মাত্র সাড়ে আট ঘণ্টায় ঈদের দিনের সমস্ত বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।”
এ কাজে ১০ হাজারেরও বেশি পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত ছিল বলে জানান তিনি।
প্রশাসক জানান, ঈদের দিনে প্রায় ৯ হাজার ২০০ টন কোরবানির বর্জ্য উৎপন্ন হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৮০০ টনের বেশি বর্জ্য রাতের মধ্যে ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়। মোট অপসারিত বর্জ্যের পরিমাণ ছিল প্রায় ৯ হাজার ৫০০ টন।
ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ এবং রাত ১২টার আগেই বাকি কাজ শেষ করা হয়েছে বলে জানান প্রশাসক। তিনি বলেন, “আমরা ধারণা করছি, পুরো কোরবানির সময়ে ডিএনসিসি এলাকায় প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে। সেই অনুযায়ী আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি, পর্যাপ্ত জনবল, যানবাহন ও সরঞ্জাম রেখেছি।”
ডিএনসিসির পক্ষ থেকে সরবরাহকৃত পলিব্যাগ ব্যবহারে নগরবাসী বেশ সহযোগিতা করেছে জানিয়ে তিনি বলেন, “নাগরিকরা নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখায় আমাদের কর্মীদের কাজ অনেক সহজ হয়েছে। সবাই এমনভাবে সহযোগিতা করলে আগামী বছরগুলোতে আরো দ্রুত বর্জ্য অপসারণ সম্ভব হবে।”
তিনি আরো জানান, রবিবার (৮ জুন) সকাল থেকে সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম শুরু করা হবে, যাতে দ্রুতই নগরী পুরোপুরি পরিচ্ছন্ন হয়ে ওঠে।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/এএএম/বকুল