ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৮ জুন ২০২৫   আপডেট: ১০:২১, ৮ জুন ২০২৫
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি

ঢাকায় ঈদের পরের দিনও পশু কোরবানি দেয়া হচ্ছে

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন রবিবারও (৮ জুন) রাজধানী ঢাকায় পশু কোরবানি দেয়া হচ্ছে। সকালে ঢাকাশহরের বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে।

ঈদের দিন কসাই না পাওয়া বা ব্যস্ততার কারণে যারা কোরবানি দিতে পারেননি, তারা সকাল থেকে পশু কোরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক প্রথা মেনেও দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন। আবার যাদের পরিবাবে একাধিক কোরবানির পশু রয়েছে, তারাও পরের দিন কোরবানি দিচ্ছেন।

আরো পড়ুন:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্ধারিত স্থানে পশু কোরবানির অনুরোধ করা হলেও তা তেমন মানা হয়নি। অধিকাংশ নগরবাসী বাড়ির সামনের রাস্তায় কোরবানি দিয়েছেন।

রাজধানীর দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, রামপুরা বাসাবোসহ সব এলাকায় একইচিত্র দেখা গেছে। 

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। ইসলামের বিধান অনুসারে, ঈদের তৃতীয় দিন আছরের ওয়াক্ত পর্যন্ত পশু কোরবানি দেয়া যায়।

সকালে গরু কোরবানি দিয়েছেন দক্ষিণ বনশ্রী এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি জানান, ঈদের দিন কোরবানির জন্য কসাই ঠিক করতে পারেননি। তাই আজকে কোরবানি দিচ্ছেন। তিনি বলেন, ‘‘আমরা দক্ষ কসাই খুঁজছিলাম। ঈদের দিন পাওয়া যাচ্ছিল না। আজকে কসাইদের পেয়েছি। সকালে কোরবানি দিয়েছি। এখন মাংস কাটাকাটি চলছে।’’
 

ঢাকা/তানিম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়