১২ ঘণ্টার আগেই ডিএসসিসির ঈদের বর্জ্য অপসারণ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত ১২ ঘণ্টার সময়সীমার আগে অপসারণ করা হয়েছে। ঈদের দিন শনিবার (৭ জুন) দুপুর পৌনে ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন। রাত সাড়ে ৯টার মধ্যে বর্জ্য অপসারণ করা হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান শনিবার (৭ জুন) রাতে জানান, প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই ৭৫টি ওয়ার্ডের কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরবাসীর সহযোগিতা, পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রম এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে এটি সম্ভব হয়েছে।
এবারের ঈদুল আজহায় ডিএসসিসি এলাকায় মোট ১ লাখ ৩৩ হাজার ৩১৭টি পশু কোরবানি হয়। কোরবানির পরপরই প্রতিটি ওয়ার্ড থেকে বর্জ্য সংগ্রহ করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নেয়া হয় এবং সেখান থেকে তা ডাম্প ট্রাকের মাধ্যমে মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলে ফাইনাল ডাম্পিং করা হয়। এখন পর্যন্ত প্রায় ১২ হাজার মেট্রিক টন বর্জ্য সেখানে ফেলা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩০ হাজার মেট্রিক টনের অংশ।
বর্জ্য ব্যবস্থাপনায় এবার মাঠপর্যায়ে কাজ করেছে ১০ হাজারেরও বেশি জনবল।
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই যে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছেন, তা প্রশংসনীয়। বৃষ্টির মধ্যেও তারা নিরলসভাবে কাজ করে নগরবাসীর ভোগান্তি এড়াতে ভূমিকা রেখেছেন।”
ডিএসসিসি জানিয়েছে, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন যারা কোরবানি করবেন, তাদের বর্জ্য অপসারণের জন্যও করপোরেশন প্রস্তুত রয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের পুরো সময়জুড়ে অব্যাহত থাকবে।
ঢাকা/এএএম/বকুল