ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

ঈদের ছুটি‌ কাটিয়ে স্বস্তিতে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১০ জুন ২০২৫   আপডেট: ১৩:৪৬, ১০ জুন ২০২৫
ঈদের ছুটি‌ কাটিয়ে স্বস্তিতে ফিরছে মানুষ

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগে স্বস্তিতে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করছে। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন গিয়ে দেখা যায়, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা ঢাকায় ফিরছে।

চট্টগ্রামে থেকে আসা মেহেবুবা আক্তার রাইজিংবিডিকে বলেন, ‘‘এবার আমাদের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় অনেক স্বস্তিদায়ক ছিল। আমি একজন বেসরকারি চাকরিজীবী, অফিস খোলা তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। ঈদযাত্রায় রেলের এই সুন্দর ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ পেতে পারে।’’

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। এবার ৫ জুন থেকে সরকারি ছুটি শুরু হয়েছে। আগামী ১৪ জুন ছুটি শেষ হবে। 

আরো পড়ুন:

রাজশাহী থেকে আসা বনলতা এক্সপ্রেসের যাত্রী তানজিল আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘‘এবারের ঈদযাত্রায় আমাদের ভোগান্তি পেতে হয়নি। একেবারে ঠিক সময়ে ট্রেন চলে আসছে। আর কোনো অসুবিধাও হয়নি। ঈদের সময় সহ সব সময় যদি ট্রেনের সেবা এমন থাকে তাহলে সাধারণ যাত্রীরা স্বস্তিতে তাদের গন্তব্যে যেতে পারবে এবং ট্রেন তাদের যে দুর্নাম সেটা কাটিয়ে উঠতে পারবে।’’ 

বাংলাদেশ রেলওয়ে ঢাকার স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘ছুটি কাটিয়ে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার খবর আমাদের কাছে নেই। যাত্রীদের কাছে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল শুনে আমাদের ভালো লাগছে। আমরা ঈদ করতে যেতে পারিনি তবে এর জন্য কোনো কষ্ট নেই। মনে হচ্ছে পরিবারের সঙ্গে আছি।’’

ঢাকা/রায়হান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়