ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

ঈদের ছুটি কাটিয়ে স্বস্তিতে রাজধানীতে ফিরছে মানুষ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১১ জুন ২০২৫   আপডেট: ১৩:১৭, ১১ জুন ২০২৫
ঈদের ছুটি কাটিয়ে স্বস্তিতে রাজধানীতে ফিরছে মানুষ 

ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে বিভিন্ন জেলা থেকে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। বুধবার (১১ জুন) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, রায়েরবাগসহ আশপাশের এলাকায় মানুষের চাপ বাড়তে দেখা গেছে। প্রতিটি বাস যাত্রীতে পূর্ণ হয়ে ঢাকায় প্রবেশ করছে।

এবার ঈদের পরে টানা ছুটির কারণে ঈদের দিন এবং পরবর্তী কয়েকদিন রাজধানীমুখী যাত্রীর সংখ্যা কম ছিল। তবে বুধবার (১১ জুন) থেকে সেই চাপ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরা।

বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মতে, বৃহস্পতি (১২ জুন), শুক্র (১৩ জুন) এবং শনিবার (১৪ জুন) ঢাকায় ফেরার চাপ সবচেয়ে বেশি থাকবে। আগামী রবিবার (১৫ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস ও কলকারখানা খুলে যাবে।

আরো পড়ুন:

যাত্রাবাড়ী  মোড়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাসগুলো যাত্রীতে ঠাসা। রাজধানীতে ফেরা ‘ইমাদ ‘উত্তরা এক্সপ্রেস’, ‘তিতাস পরিবহন’ প্রভৃতি বাস থেকে যাত্রীরা নামছেন।

বাস থেকে নামার পর নির্বিঘ্নে রাজধানীর বিভিন্ন এলাকায় যেতে পারছে বেশিরভাগ যাত্রী। ঢাকার ফাঁকা রাস্তায় পর্যাপ্ত সংখ্যক সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত যানবাহন, ভাড়াচালিত মোটরসাইকেল বাসস্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করছেন,  ঢাকায় তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

নরসিংদী  থেকে রাজধানীতে ফিরেছেন জামিলা খাতুন ও তার ছোট ভাই। গুলিস্তানে কথা হলে তিনি বলেন, “আমরা বাসাবো যাব। সিএনজিচালিত অটোরিকশায় আগে যেখানে ২০০-২৫০ টাকা ভাড়া ছিল, এখন সেখানে ৫০০ টাকা চাইছে। গাড়ির অভাব নেই কিন্তু চালকেরা সুযোগ নিচ্ছে।’’

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটের ‘জননী পরিবহনের’ বাসের চালক মফিজুল হক জানান, ঢাকামুখী যাত্রী বাড়ছে। সব সিট পূর্ণ ছিল। রাস্তায় তেমন জ্যাম হয়নি। স্বস্তিতে ফিরতে পেরেছেন।

ফরিদপুর থেকে আসা ‘ইমাদ এক্সপ্রেস’-এর চালক কামরুল ইসলাম জানান, গত কয়েক দিন যাত্রী কম ছিল। আজ থেকে চাপ বেড়েছে। শুক্রবার, শনিবার যাত্রীর চাপ আরো বাড়বে। 

গত ৭ জুন সারা দেশে ঈদুল আজহা উৎযাপিত হয়েছে। এবারের ঈদে টানা ১০ দিনের ছুটি ছিল। ৫ জুন থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১৪ জুন পর্যন্ত।

ঢাকা/এএএম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়