ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেদখল জমি পুনরুদ্ধারে উপদেষ্টা পরিষদ কমিটি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১০ জুলাই ২০২৫  
বেদখল জমি পুনরুদ্ধারে উপদেষ্টা পরিষদ কমিটি

অধিগ্রহণ করা অব্যবহৃত ও বেদখল জমি ব্যবহার ও পুনরুদ্ধারে তিন সদস‌্য বি‌শিষ্ট উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কমিটির আহ্বায়ক, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

এই কমিটি অধিগ্রহণ করা ‘অব্যবহৃত’ ও ‘বেদখল’ প্রকৃতির জমি ব্যবহার ও পুনরুদ্ধারের লক্ষ্যে সুপারিশ দেবে। সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজনে যেকোনো সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। ভূমি মন্ত্রণালয় কমিটিকে সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সারা ‌দে‌শে সরকারি অধিগ্রহণকৃত গুরুত্বপুর্ণ জ‌মিজমা দীর্ঘ‌দিন ধ‌রে অব‌্যবহৃত র‌য়ে‌ছে। এর ম‌ধ্যে অনেক জায়গা বেদখল আছে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সর্বশেষ

পাঠকপ্রিয়