ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:০০, ২১ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

আরো পড়ুন:

তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। অনেক রাজনীতি, অনেক কথা হবে, কিন্তু শেষ পর্যন্ত একটি সমাধান আসবে।”

তিনি আরো বলেন, “দেশ ও গণমাধ্যম এখন স্বাধীন। মানুষ এখন সুন্দরভাবে মতামত প্রকাশ করতে পারছে, যা ৫ জুলাইয়ের আগেও সম্ভব ছিল না।”

সভায় মাদক পাচার ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপদেষ্টা জানান, মাদক এখন দেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “মাদক আসছে, আর এর বিনিময়ে চাল, সার, ওষুধসহ বিভিন্ন সামগ্রী পাচার হচ্ছে। বিশেষ করে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার সাগরপথে পাচার বেড়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “আরাকান আর্মি মাদকের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে মাদক আটকের পরিমাণ বেড়েছে, যার ফলে দামও বেড়ে গেছে।”

শ্রমিকদের বেতন ও ইন্ডাস্ট্রি চালু রাখার আশ্বাস
গার্মেন্টস শিল্পে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, নাসা গ্রুপের চেয়ারম্যান প্রায় ২৫০ কোটি টাকার দায় মেটাতে নিজের সম্পত্তি বিক্রির সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। এর ফলে শ্রমিকদের বকেয়া পরিশোধ সম্ভব হবে এবং লাভজনক কারখানাগুলো আবার চালু থাকবে।

আলুর ন্যায্য মূল্য নিয়ে সতর্কতা
যদিও এটি আইন-শৃঙ্খলার আলোচনার অংশ ছিল না, তবুও উপদেষ্টা সাংবাদিকদের অনুরোধ জানান, যেন তারা কৃষকেরা আলুর ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “যদি কৃষকরা ন্যায্য দাম না পান, তবে আগামী মৌসুমে আলু চাষে অনীহা আসবে, যার ফলে ভবিষ্যতে দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সব ধরনের অপরাধ রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়