কেরানীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চার জন আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পথচারীরা আহতদের উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নয়ন (২৭) ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (৩৮) মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন—স্বর্ণা (১৯), শামসুল হক (৭৮), তারেক (২৯)। তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা গ্রামে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন বলে স্বজনরা জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ রাব্বি বলেন, “মোটরসাইকেলে তিন জন ও অটোরিকশায় চার জন ছিলেন। মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চার জন আহত হয়েছেন।”
ঢাকা/বুলবুল/ইভা