স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ল
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের বাজারে স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে সোমবার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক স্মারক রৌপ্য মুদ্রার দাম পুনর্নির্ধারন করে। নতুন দাম সোমবার থেকেই কার্যকর হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রতিটি স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়িয়ে বক্সসহ ১১ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। মাসের শুরুতে দাম বাড়ানোর পর স্মারক রৌপ্য মুদ্রা ছিল ৮ হাজার ৫০০ টাকা। সেই হিসাবে রৌপ্য মুদ্রার দাম বেড়েছে ২ হাজার ৫০০ টাকা।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির কারণে স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা/নাজমুল/বকুল