ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেস ক্লাব এলাকায় স্বাভাবিক হয়েছে যান চলাচল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১২ অক্টোবর ২০২৫  
প্রেস ক্লাব এলাকায় স্বাভাবিক হয়েছে যান চলাচল

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরে গেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে চলে যান। পরে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। খুলে দেওয়া হয়েছে পল্টন থেকে কদম ফোয়ারামুখী সড়ক, যা কর্মসূচির কারণে আগে বন্ধ ছিল।

এখনো প্রেস ক্লাবের সামনে পুলিশ মোতায়েন আছে। কিছু শিক্ষক ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি।

রবিবার সকাল থেকেই শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়কে যানজট ও জনভোগান্তি দেখা দেয়। আন্দোলনের শুরুতে পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়