ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অতিরিক্ত বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৯ অক্টোবর ২০২৫  
‘অতিরিক্ত বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়’ 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে অতিরিক্ত বাতাস থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানান  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 

শনিবার (১৮ অক্টোবর) রাতে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে তিনি এসব কথা বলেন। 

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

শুধু ফায়ার সার্ভিস নয়, সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনার তদন্ত করবে বলেও তিনি জানান। 
এরইমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আরও একটি কমিটি গঠন করেছে।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়