আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এমপিও শিক্ষকদের
তিন দফা দাবিতে আট দিন ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ফাইল ফটো।
পাঁচ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করে সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
রবিবার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে টানা অষ্টম দিনের মতো অবস্থান এবং অনশন কর্মসূচি পালন করেন তারা। একইসঙ্গে দুপুরে শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’-এর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’–এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “৫ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়।”
তিনি জানান, আন্দোলনের মূল তিনটি দাবির মধ্যে এটি শুধু একটি। বাকি দুটি দাবি—১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন এখনো জারি হয়নি।
দেলোয়ার হোসেন আজিজী বলেন, “বাড়িভাড়াসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।”
ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া স্কুলের শিক্ষক বদিউল হক বলেন, “আমাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে।”
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে সকালে অর্থ বিভাগ থেকে এক আদেশে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধি করা হবে, যা ৬টি শর্তসাপেক্ষে আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত আদেশটি প্রকাশের পরপরই তা প্রত্যাখ্যান করেন শিক্ষক-কর্মচারীরা।
ঢাকা/এএএম/ইভা