ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৭:৩২, ২৮ অক্টোবর ২০২৫  
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্কিড রাজবংশী (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

শিশুটির ফুফু প্রিয়া রাজবংশী বলেন, “দুপুর ২টার দিকে অর্কিড তার মায়ের দেওয়া কিছু মাছ নিয়ে আমার বাসায় আসে। কখন যে চলে যায়, তা খেয়াল করি নাই। পরে খবর পাই, সে আমাদের ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে। দৌড়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি।”

শিশুটির মা অন্তরা রাজবংশী জানিয়েছেন, তাদের বাসা ও অর্কিডের ফুফুর বাসা পাশাপাশি একই এলাকায়। তারা সব সময় তাদের বাসায় যাতায়াত করত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল সোয়া ৩টায় মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ ভাগলপুর লেন জেলেপাড়ার রানা রাজবংশীর একমাত্র ছেলে অর্কিড।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়