শেষবারের মতো ‘ফিরোজায়’ যাবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ফটো।
শেষবারের মতো গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানেই শেষ বারের মতো একজনর দেখবেন তার কাছের স্বজনরা।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু পরই ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ বাসার উদ্দেশে বের করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ডিএমপি ঘোষিত রুট অনুযায়ী, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশান–২ এলাকার বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে।
এরপর সেখান থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ পৌঁছানো হবে। দুপুর ২টায় সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চিরনিদ্রায় শায়িত হবেন স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে বুধবার সকালে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ভারতের সরকার ও জনগণের পক্ষে বিএনপি চেয়ারপার্সনের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এছাড়া ভুটানসহ আরো কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরাও আসবেন।
ঢাকা/আলী/ইভা