ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়ের পাশে বসে দোয়া পাঠ করছেন তারেক রহমান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ৩১ ডিসেম্বর ২০২৫  
মায়ের পাশে বসে দোয়া পাঠ করছেন তারেক রহমান

মায়ের জন্য দোয়া পড়ছেন তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে গুলশান তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে দোয়া পাঠ করছেন তারেক রহমান। 

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায়, কোরআন তেলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

আরো পড়ুন:

এর আগে সকাল ৯টা ২০ মিনিটের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়।

এখানেই খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন স্বজন ও দলীয় নেতা–কর্মীরা। পরে তাঁকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

ঢাকা/ইভা   

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়