স্বামীর বিচ্ছেদের ঘোষণা, নীরবতা ভাঙলেন সংগীতশিল্পী সালমা
সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে সালমা
ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার ভেঙে গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সালমার স্বামী সানাউল্লাহ নূরে সাগর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
সানাউল্লাহ নূরে সাগর তার ফেসবুকে দেওয়া একটি পোস্টে বিচ্ছেদের খবরটি জানান। তাতে তিনি বলেন, “কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ন রেখে আমাদের বৈবাহিক জীবন সংসারের সমাপ্তি ঘটালাম। আশা করছি, বিষয়টা নিয়ে নেগেটিভ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।”
সন্তানের মা হিসেবে সালমার প্রতি সম্মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে সানাউল্লাহ নূরে সাগর বলেন, “আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চির কৃতজ্ঞ! ধন্যবাদ সবাইকে!”
কন্যা ও প্রাক্তন স্বামীর সঙ্গে সালমা
বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। শুরুতে নীরব ছিলেন সালমা। পরে একটি গণমাধ্যমে এই শিল্পী বলেন, “হাদিসে আছে, যদি কেউ আল্লাহর চেয়ে অন্যকিছুকে বেশি ভালোবাসে; তাহলে এটি অবশ্যম্ভাবী যে, সে যা ভালোবাসবে (একসময়) সেটাই তার কষ্টের কারণ হবে। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে।”
খানিকটা ব্যাখ্যা করে সালমা বলেন, “আমার মনে হয়, আল্লাহর চেয়ে স্বামীকে বেশি ভালোবেসেছিলাম। সম্পদ, পড়ালেখা, সবকিছুই করেছি তার জন্য। কিন্তু কেন বিচ্ছেদ হচ্ছে, আমি জানি না। তবে সে যাই করুক, তার প্রতি আমার সম্মান ও ভালোবাসা থাকবে। আমি এর বেশি কিছু বলতে চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন।”
সালমা
২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসার আলো করে জন্ম নেয় কন্যাসন্তান স্নেহা। তবে সাংসারিক দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর লোকগানের এই শিল্পী বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। এ সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
ঢাকা/শান্ত